কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসীদের হাতে যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম হত্যার প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) কুড়িগ্রাম দাদামোড় থেকে জেলা যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কমলজমোড়স্থ দোয়েল চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় কুড়িগ্রাম জেলা যুবদল সভাপতি রায়হান কবিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ,সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন সাজ, যুগ্ম সম্পাদক সোহাগ, মাসুম, সহ সাংগঠনিক সম্পাদক কবির, সদর উপজেলা আহ্বায়ক আব্দুর রশিদ নয়ন, যুগ্ম আহ্বায়ক রাসেল, সদস্য সচিব তাইজুল হক সাজু, পৌর যুবদল আহ্বায়ক শিমুলসহ নেতারা।
সমাবেশে বক্তব্যে যুবদলের নেতাসহ নিহত আশরাফুলের পিতা আয়নাল হক অবিলম্বে যুবদল নেতা আশরাফুলের খুনিদের গ্রেপ্তারের দাবি জানান। তারা বলেন, একটি মহল খুনিদের আড়াল করার চেষ্টা করছে।
টিএইচ